মতিউর রহমান ,ধামরাই(ঢাকা)শিক্ষানবিশ প্রতিনিধি
ঢাকার অদূরে ধামরাই উপজেলা অবস্থিত। ধামরাইয়ের প্রত্যেকটি স্কুল কলেজ থেকে আর্থিক সহযোগিতা তুলছে,সাধারণ শিক্ষার্থীরা ও ধামরাই কলেজের রোভারস্কাউটস দল। প্রতিটি মহল্লা ও গ্রাম থেকে সহযোগিতা করা হচ্ছে, চাল,ডাল শুকনো খাবারের ব্যবস্থা সহ পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করা হচ্ছে। সকল পেশার মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের পূর্বাঞ্চল বন্যায় প্লাবিত, লক্ষ লক্ষ মানুষ শিশু বৃদ্ধা ও গৃহপালিত পশুপাখি অসহায় হয়ে পড়েছে।বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফেনী, তারপর ময়মনসিংহ ব্রাহ্মণবাড়িয়া নেত্রকোনা নোয়াখালী সহ আরো বেশ কিছু জেলা। ভারত থেকে কোন প্রকার নির্দেশনা প্রদান না করে হঠাৎ গেট খুলে দিলে গোমতী নদীর পানি বিপদ সীমার উপরে গিয়ে এই বন্যা পরিস্থিতি তৈরি হয়। ঘরবাড়ি, গৃহ পালিত পশুপাখি সহ ব্যাপক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হয় প্রায় দশ লক্ষ লোক।শহর পানিবন্দি হলে আশ্রয় কেন্দ্রে ব্যাপক ভীর জমে, এক সময় হেলিকপ্টার দিয়ে উদ্ধার কাজ চালানো হয়। এই পর্যন্ত ১৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ধামরাইয়ের প্রতিটি মসজিদে গত শুক্রবার দোয়ার আয়োজন করা হয়, সেই সাথে ত্রাণ তহবিল গঠন করা হয়। ধামরাই এর প্রত্যেকটি এলাকা হতে এই সহযোগিতার হাত একটি অনন্য নজির হয়ে থাকবে।