
নিজস্ব প্রতিবেদক ধামরাই ঢাকা :
ঢাকার ধামরাই উপজেলার সোমভাগ ইউনিয়নের গাওয়াইল গ্ৰামের সোমভাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রবিউল করিম রবিকে গ্রেফতার করেছে ধামরাই থানা পুলিশ।
৫ই আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে সরকার পতনে ঢাকার ধামরাইয়ে ছাত্র সাদ হত্যায় সাবেক এমপি বেনজীর আহমদসহ ৮২ জনের নামে নিহতের নানা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ওই মামলার প্রেক্ষিতে গত ১৫ই ফেব্রুয়ারি শনিবার রবিউল করিমকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে গ্ৰেফতার করে ধামরাই থানা পুলিশ। পরবর্তীতে পুলিশ তাকে কোর্টে চালান করে এবং রিমান্ড চাইলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এ ব্যাপারে এলাকাবাসী পুলিশের এমন কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়ে বিগত দিনে রবিউলের অনেক অনিয়ম ও দুর্নীতির কথা তুলে ধরেছেন। তাদের অভিযোগ রবিউল বিগত দিনে আওয়ামী লীগের শাসনআমলে নিজস্ব ক্যাডার বাহিনী দিয়ে দখল বানিজ্য চালিয়েছে, কেউ প্রতিবাদ করলে তাকে নির্যাতন এর শিকার হতে হয়েছে। ভূমি দখল থেকে অনেক কারচুপির অভিযোগ আছে তার বিরুদ্ধে। তারা আরও জানান একজন ট্রাক চালক থেকে রবিউল সে সময়ে হয়ে ওঠে মাফিয়া সম্রাট। গ্রামবাসী প্রশাসনের কাছে রবিউলের যথাযথ শাস্তি ও বিচারে দাবি জানিয়েছেন।