
নিজস্ব প্রতিবেদক ধামরাই ঢাকা :
ধামরাইয়ের ১৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। এর মধ্য থেকে পৌরসভার দুটি দল এবং ১৬টি ইউনিয়ন থেকে ১৬ টি দল মোট ১৮ টি দল নিয়ে ধামরাই প্রিমিয়ার লীগ অনুষ্ঠিত হবে।সোমবার এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনিক। এই ক্রিকেট টুর্নামেন্টেমাঠে র স্লোগান হলো* এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই*। উদ্বোধনী মেসে মোকাবেলা করেন ধামরাই পৌরসভা বনাম ভাড়ারিয়া ইউনিয়ন। তরুণদের আধুনিক ডিভাইস থেকে মাঠে ফিরিয়ে আনার এই উদ্যোগকে ধামরাই বাসী স্বাগত জানিয়েছে।অভিভাবকরা মনে করেন এরকম উদ্যোগ গ্রহণ করলে তরুণ প্রজন্ম একঘোয়েমি দূর করে লেখাপড়ায় মনোনিবেশ করবে। খেলা অনুষ্ঠিত হয় আফাজ উদ্দিন স্কুল কলেজ মাঠ প্রাঙ্গণে