
মতিউর রহমান, শিক্ষানবিশ প্রতিনিধি ধামরাই ঢাকা :
বই জ্ঞানের ভান্ডার, বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়নি। তারপরও কেউ বই কিনতে চায় না। বর্তমানে মোবাইল ফোন কম্পিউটার ইন্টারনেট ইত্যাদির অপ্রয়োজনীয় ব্যবহার মানুষকে বই থেকে বিরত রাখছে।এ যুগে হয়তো কাজী নজরুল রবীন্দ্রনাথ জন্মালে তাদেরকে মানুষ চিনতই না, হয়তোবা তারা লেখালেখি না করে মনের দুঃখে মোবাইল নিয়ে পড়ে থাকত। বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্ন জেলায় লেখক কবি থাকলেও ঢাকার ধামরাইতে হাতেগোনা কয়েকজন মাত্র।ধামরাইতে আমরা একজন গুণী লেখকের সন্ধান পেয়েছি। তিনি তার লেখনি দিয়ে তরুণ প্রজন্মকে বই পড়ায় আকৃষ্ট করবেন বলে অনেকে আশাবাদী। প্রকাশিত হলো ধামরাইয়ের কৃতি সন্তান নবীন কথা সাহিত্যিক শাহীন আহমেদের দ্বিতীয় বই কাঞ্চনপুরের মেয়ে উপন্যাসটি।
এর আগে তার ছোট গল্প সংকলিত রসে ভরা ছেলেবেলা কাকলি প্রকাশনী থেকে ২০২০ সালে প্রকাশিত হয়েছিল। সেই বইটি এখন স্টক আউট রয়েছে। তার লেখা দ্বিতীয় বইটি কাঞ্চনপুরের মেয়ে জ্ঞানকোষ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে।বইটিতে শত শত বছর ধরে চলমান গ্রাম্য আবহ গ্রামীণ মানুষের চিরাচরিত রূপ সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। একজোড়া কিশোর কিশোরীর নির্মল প্রেম এই উপন্যাসটির মূল আকর্ষণ। পরিণতির দিক থেকে এটি ট্র্যাজিক রোমান্টিক উপন্যাস। বইটি খুব শীঘ্রই রকমারি ডট কমে পাওয়া যাবে।