বাড়িঅন্যান্যধামরাইয়ের বাথুলী এলাকায় ঢাকা আরিচ মহাসড়কে ডিলাক্স পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নিহত...

ধামরাইয়ের বাথুলী এলাকায় ঢাকা আরিচ মহাসড়কে ডিলাক্স পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে খাদে নিহত ১ জন।

নিজস্ব প্রতিবেদক ধামরাই ঢাকা :
ধামরাই সড়ক দুর্ঘটনায় ধামরাই নৈশ কোচ  নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত ১ আহত কমপক্ষে ১৭ জন। আহতদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কা জনক।
আস্তে ৩ এপ্রিল২০২৫ ভোর ৪.৩০ মিনিটে ঢাকা আরিচা মহাসড়কের সুতিপাড়া নামক স্থানে এ ঘটনা ঘট।
ধামরাই ফায়ার সার্ভিস ইনচার্জ সোহেল রানা জানায়, কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা এসবি ডিলাক্স নামক একটি নৈশ কোচ (ঢাকা মেট্রো ব-১৪-৫৫০০) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ছিটকে পড়ে। এ সময় ঘটনাস্থলে গাড়ির নিচে চাপা পড়ে একজন মারা যায়। আহত হয় কমপক্ষে ১৭ জন। এদের মধ্যে গুরুতর আহত ৬ জনকে ধামরাই ফায়ার সার্ভিসের  অ্যাম্বুলেন্সে ইসলামপুর স্বাস্থ্য কমপ্লেক্স ধামরাই প্রেরণসহ আশপাশের ক্লিনিকে চিকিৎসার দেওয়া হয়। নিহতের লাশ গ্লোড়া হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 
নিহতঃ ০১ জন,মোঃআব্দুল মোহিত(৭০) কুষ্টিয়া। 
গুরুতর আহত:০৬ জন হলেন,১।আরিফুল ইসলাম (৩০),২।সেলিম রেজা(৩১),৩।আইরিন আক্তার (২২),৪।মোস্তফা কামাল(২৮),৫।আবু রাসেল(৪০),৬।সালমা বেগম(৫৫)।
 সবার বাসা কুষ্টিয়া জেলায় অবস্থিত।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments