
নিজস্ব প্রতিবেদক ধামরাই ঢাকা :
২৯/০১/২৫ বুধবার সকালে ধামরাইয়ের ইসলামপুর এলাকার সিফাত বেকারি থেকে শ্রমিকের লাশ উদ্ধার করে ধামরাই থানা পুলিশ। তিনি আব্দুর রহিম (৩২),ব্রাহ্মণবাড়িয়া জেলার মৃত শাহ আলম মিয়ার ছেলে। এ ব্যাপারে তার পরিবারের পক্ষ থেকে ধামরাই থানায় একটি অভিযোগ করা হয়েছে বলে জানান ওসি মনিরুল ইসলাম। কারখানা মালিকসহ ৬ জনকে আটক করেছে ধামরাই থানা পুলিশ। মৃতের স্ত্রী জানান তার স্বামীর নামে তেল চুরির মিথ্যা অভিযোগ দিলে বিতর্কের সৃষ্টি হয় এক পর্যায়ে মারামারি হয় পরবর্তীতে আব্দুর রহিমকে মিটিয়ে দেয়ার কথা বলে কারখানায় নিয়ে পেটানো হয়েছে বলে জানান। আব্দুর রহিম এর সরকারি আবির হোসেনকেও পিটিয়েছে বলে আবির হোসেন জানান। নিহত আব্দুর রহিম দুই সন্তানের জনক। নিহতের মা জানান তার উপার্জনকারী একমাত্র সন্তানের মৃত্যুতে তাদের পরিবার নিঃস্ব হয়ে গেছে। কারখানার বাথরুম পাওয়া লাশটিকে পুলিশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়ে দিয়েছে।