
মতিউর রহমান, শিক্ষানবিশ প্রতিনিধি ধামরাই (ঢাকা)
নান্নার ইউনিয়নের যোগাযোগের প্রধান রাস্তাটি হলো জলসীন টু নান্নার এই রাস্তাটি। এই ইউনিয়নের প্রধান রাস্তা এটি হলেও যোগাযোগে ছিল দুর্ভোগ। বৃষ্টি হলেই রাস্তা নষ্ট হয়ে যেত ফলে ইউনিয়ন পরিষদের সাথে কয়েকটি এলাকার যোগাযোগ বিচ্ছিন্ন থাকতো।
ছাত্র-ছাত্রীরা বিদ্যালয়ে যেতে পারত না। হাসপাতালে রোগী আনা নেওয়ায় ব্যাঘাত ঘটতো। জলসীন,শেওরাইল,পাছাল, শুলাকুড়িয়া,গোপালপুর,রঘুনাথপুর,কান্দাকাওয়ালী,নবগ্রাম,উলাইল গ্রাম গ্রামগুলোর সাথে যুক্ত এই মাদার রোড।এই ইউনিয়নের বিশ বছরের দাবি অবশেষে পূরণ হতে চলছে।
রাস্তায় কাজটি দীর্ঘদিন থেমে থাকলেও এখন এলজিইডির তত্ত্বাবধানে রাস্তাটির দ্রুত কাজ চলছে। সকলের ধারণা ইউনিয়ন বাশির প্রাণের দাবী পূরণ হতে চলেছে