বাড়িঢাকা বিভাগঢাকা জেলাধামরাই তে গাঙ্গুটিয়া ইউনিয়নে বিএনপি সহ-সভাপতি আবুল কাশেমকে দিবালোকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ধামরাই তে গাঙ্গুটিয়া ইউনিয়নে বিএনপি সহ-সভাপতি আবুল কাশেমকে দিবালোকে হত্যা করেছে দুর্বৃত্তরা।

ধামরাই(ঢাকা)নিজস্ব প্রতিনিধি
ঢাকার ধামরাইয়ে আবুল কাশেম (৫৭) নামের এক বিএনপি নেতাকে প্রকাশ্যে দিবালোকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানিয়ে উপজেলা বিএনপি বিক্ষোভ মিছিল সমাবেশ।
বৃহস্পতিবার (২০ মার্চ) দুপুরের ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেম নিজ বাড়ি থেকে মানিকগঞ্জের উদ্দেশ্যে বের হন। রাস্তায় গাড়িতে উঠার জন্য দাঁড়িয়েছিলেন। এ সময় একদল দুর্বৃত্ত তাকে এলোপাথাড়ি কুড়িয়ে গুরুতর আহত করে।  গুরুতর জখম অবস্থায় সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 
বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি আবুল কাশেমের মৃত্যু খবর পেয়ে ধামরাই উপজেলা বিএনপি সভাপতি তমিজ উদ্দিন এর নেতৃত্বে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন। সমাবেশ থেকে ঘটনায় জড়িত দের গ্রেপ্তার , দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। এ সময় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, পৌর বিএনপি’র সভাপতি আতিকুর রহমান উপস্থিত ছিলেন।
আবুল কাশেম জালসা এলাকার মৃত রইজ উদ্দিন মাস্টারের ছেলে ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছিলেন।
নিহতের ছোট ভাই খলিলুর রহমান জানান, ‘বেলা ১২টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পরই সন্ত্রাসীরা তাকে কুপিয়ে ফেলে রেখে যায়।
আধিপত্য বিস্তার ,মাটির কাটাকে কেন্দ্র করে, পূর্ব বিরোধের জের ধরে তাকে খুন করা হয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ  ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments