
ডি,এম,ফজলে রাব্বী,জেলা নিজস্ব প্রতিনিধি,নওগাঁ।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, জালিম সরকারের হাত থেকে আল্লাহ আমাদের মুক্তি দিয়েছেন। বিগত সরকারের অত্যাচার নির্যাতনের কথা তুলে ধরে বলেন, আমাদের শীর্ষ দায়িত্বশীল ১১ জন নেতাকে বুক থেকে কেড়ে নেওয়া হয়েছে। মিথ্যা অভিযোগ, সাজানো সাক্ষী, বানানো আদালতে হত্যা করা হয়েছে। বিচার পাবো কিনা জানি না। তবে বিচারের জন্য লড়াই করে যাবো।
শনিবার (১৯ অক্টোবর) নওগাঁ শহরের নওজোয়ান মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশের ১৮ কোটি মানুষের ট্যাক্সের টাকায় কেনা বন্দুক দিয়ে আমাদের যুবসমাজ ছাত্রজনতার বুকে গুলি করা হয়েছে। অন্যায়ভাবে আমাদের দলের নিবন্ধন বাতিল ও প্রতীক কেড়ে নেওয়া হয়েছে। ৪ দিনের মাথায় আল্লাহতালা তাদের নিষিদ্ধ করে দিয়েছেন। আমাদের নেতাকর্মীদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে। কোথাও আমাদের স্বস্তিতে থাকতে দেওয়া হয়নি।
রুকন সম্মেলনে নওগাঁ জেলা জামায়াতের আমির এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. শফিকুর রহমান। উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের নেতৃবৃন্দ, রাজশাহী বিভাগীয় জামায়াতের নেতৃবৃন্দ, নওগাঁ জেলা জামায়াতের সদস্যবৃন্দ, নওগাঁর প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াতে ইসলামী বৈষম্যহীন সমাজ গড়তে চায়। সেখানে সমাজে উঁচু, নিচু, ছোট-বড় কোন কিছু থাকবে না।