প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২৬, ২০২৫, ৭:১১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৫, ২০২৫, ১১:০১ পি.এম
নওগাঁয় দুর্বৃত্তের হামলায় ব্যবসায়ী খুন

ধামইরহাট(নওগাঁ)শিক্ষানবিশ প্রতিনিধি
নওগাঁর ধামুরহাট উপজেলার আড়ানগর ইউনিয়নের বংশীবাদী গ্রামের সাইদুলের ছেলে ছাগল ব্যবসায়ী উজ্জল (২৯) নামে একজন দুর্বৃত্তের হামলায় নিহত হন ২৫ শে এপ্রিল বৃহস্পতিবার।
জানা যায় ওই দিন আনুমানিক রাত ৯ টায়, বরথা বাজার থেকে বাড়ি ফেরার পথে ছিনতাইকারীরা তাকে হামলা করে।তারপর স্থানীয় তাকে উদ্ধার করে পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ সময় পত্নীতলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিহতের স্ত্রী ও তার ছোট্ট মেয়ে সন্তানের কান্নাতে হাসপাতাল চত্বর ভারী হতে থাকে। এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয়দের দাবি দুর্বৃত্তের অতি দ্রুত গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করা।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত