প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৭:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৭, ২০২৪, ১০:১৫ এ.এম
নওগাঁর ধামইরহাটে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন।

ছাইদুল ইসলাম, (নওগাঁ) প্রতিনিধি:
সোমবার( ১৬ডিসেম্বর) উপজেলা চত্বরে দিবসটিতে সূর্যোদয়ের সাথে সাথে ৩১বার তোপধ্বনীর মাধ্যমে দিনটির কর্মসূচি শুরু হয়। এরপর শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে উপজেলা প্রশাসনের পক্ষে প্রথমে ইউএনও মো. মোস্তাফিজুর রহমান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের নিয়ে কেন্দ্রিয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন এরপর পর্যায়ক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও তাদের অঙ্গ সংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ডার, বাংলাদেশ পুলিশ, মাধ্যমিক শিক্ষক সমিতি, মাদ্রাসা শিক্ষক সমিতি, বিভিন্ন স্কুল কলেজ, প্রেসক্লাব সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় সঙ্গীতের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও সম্মান প্রদর্শন করেন বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, ফায়ার ব্রিগেডের সদস্যবৃন্দ। এরপর দিবসটিতে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সমাবেশ, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় এবং হাসপাতাল, সরকারি, বেসরকারি এতিখনায় উন্নতমানের খাবার পরিবেশন, মসজিদে দোয়া ও মন্দিরে প্রার্থনা, শিশুদের অংশ গ্রহণে ক্রীড়া অনুষ্ঠান,প্রীতি ফুটবল টুর্নামেন্ট এবং সন্ধায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ মিলনায়তনে বিজয় মেলার আয়োজন করা হয়। মেলায় চারু কারু ও স্থানীয়ভাবে উৎপাদিত শিল্প পণ্যের সমাহার দেখা যায় ।উপজেলা নির্বাহী কর্মকর্তাএই মেলার সকল স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন। মেলায় বিভিন্ন প্রতিষ্ঠান মৌসুমী খাবার, হস্তশিল্প কারুকার্য সহ দেশীয় উপকরণ প্রদর্শন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার তৌফিক আল জুবায়ের, উপজেলা প্রকল্প অফিসার (পিআইও) মনসুর আলী, উপজেলা যুবউন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, উপজেলা মৎস অফিসার আইয়ুব আলী, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার বেদারুলইসলাম,প্রাণী
সম্পদঅফিসার ডা,মো,ওয়াজেদআলী,
উপজেলাএকাডেমিসুপারভাইজার কাজল কুমার সরকার।
এছাড়াও উপস্থিতছিলেনন,
উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এমএ ওয়াদুদ, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সহিদুর রহমান সরকার, উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম লিটন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির নেতা আলহাজ্ব মো. হানজালা, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও উপজেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা আক্তার সহ বিভিন্ন সংগঠন ও দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত