বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলানওগাঁর নিয়ামতপুরে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার ।

নওগাঁর নিয়ামতপুরে আওয়ামী লীগের নেতা গ্রেপ্তার ।

মোঃ আব্দুল আজিজ।। স্টাফ রিপোর্টার নওগাঁ:

নওগাঁর নিয়ামতপুরে আওয়ামী লীগের নেতা আজাহারুল ইসলাম বুলুকে গ্রেফতার করেছে ডিবি পুলিশের সদস্যরা।

শনিবার (০৯ ডিসেম্বর) দিবাগত রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি নিয়ামতপুর উপজেলা শ্রীমন্তপুর ইউনিয়নের পীরপুর লক্ষীতাড়া গ্রামের বাসিন্দা। নওগাঁ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির পদে ছিলেন আজাহারুল ইসলাম বুলু।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা ডিবি পুলিশের ওসির নির্দেশে এস ,আই রবিউল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রহনপুর এলাকায় অভিযান চালিয়ে আজাহারুল ইসলাম বুলুকে গ্রেফতার করা হয়। গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর হত্যা মামলার আসামি ছিলেন তিনি।

নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, আটককৃত ব্যক্তি হত্যা মামলার আসামী ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রহনপুর এলাকা থেকে আজাহারুল ইসলাম বুলুকে গ্রেফতার করে ডিবি পুলিশের সদস্যরা। রবিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments