
নওগাঁর নিয়ামতপুরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে আগামীর শুদ্ধতা” এ স্লোগানকে সামনে রেখে সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১:০০মিনিটে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে মানব বন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে মানব বন্ধন করা হয়। মানব বন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ বিষয়ে আলোচনা সভা সঞ্চালনা করেন তথ্য অফিসার রাশেল রানা, সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ মেহেদী হাসান, নির্বাহী কর্মকর্তা তিনার বক্তব্যে বলেন , দুর্নীতি হচ্ছে দেশের সকল উন্নয়ন কাজের অন্তরায়,এই দুর্নীতির ফলে পরিবার,সমাজ রাষ্ট্র তার লক্ষ্যে পৌঁছাতে পারে না । তাই সকল মানুষ কে এই দুর্নীতির বিরুদ্ধে সৌচ্চার হতে হবে ।আমাদের সকলের স্লোগান হওয়া উচিত নিজে দুর্নীতি করবো না অন্যকেও দুর্নীতি করতে দিব না ,তবেই একটি দেশ জাতি সমাজ ও রাষ্ট্র তার লক্ষ্যে পৌঁছাতে পারে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ রেজাউল করিম, নিয়ামতপুর অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) বাবলু উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ, পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মোঃ মোসাদ্দেকুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সাদিকুর রহমান মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান । এছাড়াও উপস্থিত ছিলেন দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য শাহজাহান শাজুসহ নিয়ামত পুর উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ আব্দুল আজিজ শেখ, বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা, সুুশিল সমাজের প্রতিনিধি ও স্থানীয় নেত্রীবৃন্দ।