প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:২৬ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫, ৫:৫৫ পি.এম
নওগাঁর নিয়ামতপুরে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই প্রতিপাদ্যে তারুণ্যের উৎসব -২০২৫ পালিত

মোঃ আব্দুল আজিজ ,স্টাফ রিপোর্টার
এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যে
নওগাঁর নিয়ামতপুরে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে উপজেলা সমাজসেবা কার্যালয় নিয়ামতপুর নওগাঁর উদ্যোগে ৩ ও ৪ ফেব্রুয়ারি ,দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
৩ফেব্রুয়ারীতে অনুষ্ঠান করা হয় সুলতানপুর গ্রামে এবং ৪ফেব্রুয়ারীতে অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপজেলা নির্বাহী অফিসার এর সভাকক্ষে ।
সাদিকুর রহমান মন্ডল উপজেলা সমাজসেবা অফিসার এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সমাজ সেবা অফিসের উদ্যেগে ক্ষুদ্র ঋণ প্রদানের মাধ্যমে দেশের মানুষের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে । এ ধরনের কার্যক্রম পরিচালনা থাকলে বাংলাদেশের মানুষের জীবন মান উন্নয়ন ঘটবে বলে মনে করি ।উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক তথ্য আপা,নিয়ামত পুর উপজেলার ছাত্র প্রতিনিধি রায়হান কবির ও অমিত হাসান এছাড়াও সমাজসেবা অফিসের সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।উক্ত অনুষ্ঠানে উপজেলা পল্লী সমাজসেবা কার্যালয়ের উঠান বৈঠকের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ৩২ জন সুবিধাভোগীদের ক্ষুদ্র ঋণ বিতরণ করা হয । এছাড়াও পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম নিরাপদ মাতৃত্ব বাল্য বিবাহ প্রভৃতি বিষয়ে সচেতন করা হয়।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত