বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলানওগাঁর নিয়ামতপুরে তারুণ্যের উৎসব -২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত 

নওগাঁর নিয়ামতপুরে তারুণ্যের উৎসব -২০২৫ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ  অনুষ্ঠিত 

মোঃ আব্দুল আজিজ , স্টাফ রিপোর্টার নওগাঁ
নওগাঁর নিয়ামতপুরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা  অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ২৫ জানুয়ারি) সকাল ১১টায়  যুব উন্নয়ন অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসানের নেতৃত্বে উপজেলা পরিষদ চত্বর থেকে র‍্যালীটি শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র‍্যালীটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ  হাবিবুর রহমান,উপজেলা কৃষি অফিসার কামরুল হাসান,  উপজেলা , যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার আব্দুল লতিফ  বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও তরুণ সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এ সময় আরো  উপস্থিত ছিলেন উপজেলার সকল সরকারি দপ্তরের প্রধানগণ, জেলা ও উপজেলা প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিবর্গ,নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আব্দুল  আজিজ শেখ, দেশ চ্যানেলের উপজেলা প্রতিনিধি জুলিয়াস হোসাইনসহ স্থানীয় মিডিয়াকর্মীবৃন্দ ।
এছাড়া ও তারুণ্যের উৎসব উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজনের তরুণ তরুণী বিজয়ীদের হাতে পুরস্কার  তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী হাসান ।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments