
মোঃ আব্দুল আজিজ ,স্টাফ রিপোর্টার নওগাঁ।
নওগাঁর নিয়ামতপুরে ৫ই আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ামতপুর উপজেলা শাখা ও থানা একাদশের মধ্যে এক প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।নিয়ামত পুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
টসে জয়লাভ করে থানা একাদশ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ১৫ ওভারের খেলায় ৫ উইকেটে থানা একাদশ ১০৭ রান সংগ্রহ করে। পরে ব্যাট করে নিয়ামত পুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একাদশ। টানটান উত্তেজনার এ খেলায় ৪ উইকেট হাতে রেখেই জয় তুলে নেয় নিয়ামত পুর উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একাদশ। দলের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রহ করে অমিত হাসান ।
খেলা শেষে নিয়ামত পুর থানা অফিসার ইনচার্জ হাবিবুর রহমান দুটি দলের মাঝে পুরস্কার তুলে দেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নিয়ামতপুর থানার এসআই আমিনুল ইসলাম,এসআই চাঁদ আলী, এএসআই মিজানুর রহমান,নিয়ামত পুর উপজেলা মডেল প্রেসক্লাব ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন এর সভাপতি আব্দুল আজিজ শেখ, সাংবাদিক জাকির হোসেন প্রমূখ।