বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলানওগাঁর প্রবীন রাজনীতিবিদ সিনিয়র আইন ও আওয়ামীলীগ নেতা এ,কে,এম,ফজলে রাববী( বকু) আর...

নওগাঁর প্রবীন রাজনীতিবিদ সিনিয়র আইন ও আওয়ামীলীগ নেতা এ,কে,এম,ফজলে রাববী( বকু) আর নেই

“কাজী স্বাধীন ” নিজস্ব প্রতিনিধি নওগাঁ :-
নওগাঁর প্রবীন রাজনীতিবিদ সিনিয়র আইন ও আওয়ামীলীগ নেতা এ,কে,এম,ফজলে রাববী  (বকু) মারা গেছে
নওগাঁ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আইনজীবী এ.কে.এম ফজলে রাব্বি বকু মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮৭ বছর।
বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় মেয়ের বাড়িতে তিনি মারা যান বলে ৮৯ ব্যাচের বন্ধুদের মাধ্যমে জানাযায়।
বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ ও নওগাঁ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফজলে রাব্বী।
মৃত্যুকালে তিনি চার মেয়ে ও স্ত্রী রেখে গেছেন।
প্রয়াত ফজলে রাব্বী ( বকুর) প্রথম জানাজা রাত সাড়ে ১০টায় বসুন্ধরা আবাসিক এলাকায় অনুষ্ঠিত হয়। দ্বিতীয় জানাজা শুক্রবার বাদ জুমা নওগাঁ শহরের নওজোয়ান ঈদগাহ মাঠে এবং তৃতীয় জানাজা তার গ্রামের বাড়ি বগুড়ার আদমদিঘী থানার হালালিয়া ছাতনী গ্রামে অনুষ্ঠিত হবে। এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
সাবেক এই আইনজীবীর মৃত্যুতে জেলা বার অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা শোক প্রকাশ করেছেন।
নওগাঁ জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ.এইচ.এম জাহাঙ্গীর আলম শোক প্রকাশ করে বলেন, আগামী রোববার আদালতের কার্যক্রম শুরু হলেও বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে একদিনের কর্মবিরতি পালন করা হবে।
১৯৩৮ সালের ১ অক্টোবরে আদমদিঘীর ছাতী গ্রামে  জন্মগ্রহণ করেন।  ২০১৭ ও ২০২২ সালে জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গেও যুক্ত ছিলেন। তার মৃত্যুতে নওগাঁ বাসি শোকাহত ও মর্মাহত, নওগাঁ বাসি একজন অভিভাবক কে হারালো যা পুরোনিয় নয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments