বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলানওগাঁয় এক সোনারকে পিটিয়ে নগদ টাকা ও সোনা লুটকরেছে দুর্বৃত্তরা

নওগাঁয় এক সোনারকে পিটিয়ে নগদ টাকা ও সোনা লুটকরেছে দুর্বৃত্তরা

 ” কাজী স্বাধীন ” নিজস্ব প্রতিনিধি নওগাঁ :-
নওগাঁর আত্রাইয়ে স্বর্ণ ব্যবসায়ীকে মারপিট করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করার ঘটনা ঘটেছে।
সোমবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আহসানগঞ্জ হাট সংলগ্ন মালাধার সেতু এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ব্যবসায়ীর দাবি, ডাকাতেরা তার কাছ থেকে ১৫ ভরি স্বর্ণালংকার, ৩০০ ভরি চাঁদির অলংকার ও নগদ ২ লাখ টাকা লুট করে নিয়ে গেছে। ডাকাতদল লোহার রডের আঘাতে স্বর্ণ ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। আহত স্বর্ণ ব্যবসায়ী নান্টু প্রামাণিক (৪০)। তার বাড়ি উপজেলার দাঁড়িয়াগাথী গ্রামে। তিনি বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ব্যবসায়ীর স্বজন ও থানা-পুলিশ সূত্রে জানা গেছে, নান্টু প্রামাণিক দীর্ঘ দিন ধরে আত্রাই উপজেলা সদরের সাব-রেজিস্ট্রি অফিস সংলগ্ন স্বর্ণপট্টি এলাকায় স্বর্ণের ব্যবসা করছেন। তার ব্যবসা প্রতিষ্ঠানের নাম রিংকু জুয়েলার্স। প্রতিদিন দোকানে বেচাকেনা ও স্বর্ণালংকারের কাজ শেষ করে দোকানের মজুত স্বর্ণালংকার ও টাকাপয়সা নিজ বাড়িতে নিয়ে যান।
গতকাল রাত সাড়ে ৮টার দিকে দোকান বন্ধ করে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। তিনি আহসানগঞ্জ হাট সংলগ্ন মালাধার সেতুর কাছে পৌঁছালে ওত পেতে থাকা ডাকাত দল তার মাথায় পেছন থেকে লোহার রড দিয়ে আঘাত করে। এসময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে যান। তিনি মাটিতে লুটিয়ে পড়লে তাকে উপর্যুপরি আঘাত করে তার ব্যাগে থাকা ১৫ ভরি স্বর্ণালংকার, ৩০০ ভরি চাঁদির অলংকার ও নগদ ২ লাখ টাকা লুট করে নেয় ডাকাতেরা। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সংবাদ পেয়ে রাতেই নওগাঁ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কুদরত-ই খোদা, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাবুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ বিষয়ে আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুদ্দিন বলেন, স্বর্ণ ব্যবাসায়ী নান্টু প্রামাণিকের মাথায় ও হাতে আঘাত করে সন্ত্রাসীরা তার কাছে থাকা স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ীর পক্ষ থেকে একটি মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এজহার পাওয়ার পর বলা যাবে কী পরিমাণ মালামাল ও টাকা লুট করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments