প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১১:৪০ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১:৫০ পি.এম
নওগাঁয় সাফ জয়ী নারী ফুটবলার আইরিন কে সংবর্ধনা

"কাজী স্বাধীন "জেলা নিজস্ব প্রতিনিধিঃ
নওগাঁ সাফজয়ী নারী ফুটবল দলের সদস্য আইরিন খাতুনকে নিজ জেলা নওগাঁয় সংবর্ধনা দেওয়া হয়েছে। ৩০ অক্টোবর সাফ চ্যাম্পিয়নশিপে বিজয়ী হওয়ার পর শুক্রবার এলাকায় গেলে নওগাঁ জেলা স্টেডিয়াম মাঠে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।
আজ শুক্রবার বিকেল চারটার দিকে জেলা স্টেডিয়াম মাঠে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটি নওগাঁর পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক। নওগাঁ জেলা ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। এ সময় অন্যদের মধ্যে জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক, সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু শহীদ জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট কমিটির সহ-সভাপতি মাসুদ ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাবু, কোষাধ্যক্ষ আবদুস সাত্তার সদস্য শামীম প্রমুখ উপস্থিত ছিলেন। জাতীয় দলের সাবেক ফুটবলার এনামুল হক বলেন, নারী ফুটবল দলের সাফল্যে নওগাঁর মানুষ ভীষণ খুশি। বিশেষ করে নওগাঁর মেয়ে আইরিন এই দলের সদস্য হওয়ায় নওগাঁর মানুষ আরও আনন্দিত। আইরিন শুধু নওগাঁর নয়, পুরো বাংলাদেশের গর্ব। তাঁর সাফল্য নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত