প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ১৯, ২০২৪, ৪:৩০ এ.এম
নওগাঁয় সিনিয়র সাংবাদিক আবু সাঈদ ইন্তেকাল করিয়াছেন

" কাজী স্বাধীন " নিজস্ব প্রতিনিধি নওগাঁ :-
নওগাঁর বদলগাছী উপজেলার সিনিয়র সাংবাদিক আবু সাঈদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
১৮ ডিসেম্বর (বুধবার) বিকেল সাড়ে ৪টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তিনি বদলগাছী উপজেলার চাংলা গ্রামের (চাংলা পূর্ব পাড়া) মৃত আফসার আলীর ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, বিকেল ৩ টার দিকে আবু সাঈদ হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হলে তাকে বদলগাছী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে বিকেল সাড়ে ৪ টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তিনি দীর্ঘদিন পরিবার নিয়ে উপজেলার সরকারি কলেজপাড়ায় বসবাস করতেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্রসন্তান সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দৈনিক আজকালের খবর পত্রিকার বদলগাছী উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তার মৃত্যুতে নওগাঁ জেলা টেলিভিশন,প্রিন্ট,অনলাইন,জার্নালিস্ট, এসোসিশান সহ জেলার সকল সংগঠন, বদলগাছী প্রেস ক্লাব, সাংবাদিক সংস্থা বদলগাছী সহ বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত