বাড়িরাজশাহী বিভাগনওগাঁ জেলানওগার নিয়ামতপুরে শিক্ষা সংস্কৃতি ও আদিবাসীদের অধিকার শীর্ষক ১৪ তম জাতীয় মুন্ডা...

নওগার নিয়ামতপুরে শিক্ষা সংস্কৃতি ও আদিবাসীদের অধিকার শীর্ষক ১৪ তম জাতীয় মুন্ডা সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত।

মোঃ আব্দুল আজিজ ।। স্টাফ রিপোর্টার নওগাঁ
নওগাঁর নিয়ামতপুরে জাগকে উঠক মুন্ডা এর উদ্যোগে দুই  দিনব্যাপী নিয়ামত পুর উপজেলার হাজীনগর ইউনিয়নের পরাণপুর গ্রামে পরাণপুর আদিবাসী  বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শিক্ষা, সংস্কৃতি ও আদিবাসীদের অধিকার শীর্ষক১৪তম জাতীয় মুন্ডা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেশের বেশ কয়েকটি জেলার মুন্ডা সম্প্রদায়ের শতাধিক এরও বেশি এই সম্মেলনে অংশ নেয়।
২৭ ডিসেম্বর সম্মেলন উদ্বোধন করেন হরেন্দ্রনাথ সিং পরিচালক বিভাগীয় ক্ষুদ্র নৃ- গোষ্ঠী কালচারাল একাডেমি রাজশাহী । অজিত কুমার মুন্ডা এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন দেবেন্দ্রনাথ পাহান সভাপতি জাগকে উঠক মুন্ডা ।  অনুষ্ঠানে বেশ কয়েকটি জেলার  মুন্ডা সম্প্রদায়ের মানুষ  এই সম্মেলনে যোগ দেয়।
সম্মেলনে বক্তারা মুন্ডা ভাষায় তাদের সংস্কৃতি সংরক্ষণ, শিক্ষার বিকাশ ও মাদকমুক্ত সমাজ গঠনে অঙ্গীকার করে। সম্মেলনে মুন্ডা সম্প্রদায়ের কেন্দ্রীয় কমিটির সদস্য গণ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ।
মুন্ডা সম্মেলন মুন্ডা  সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি, ভাষা ও  এসম্প্রদায়ের ছেলেমেয়েরা যেন এগিয়ে যেতে পারে, সে জন্য এই সম্মেলনের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানে নিয়ামত পুর থানা ইনচার্জ হাবিবুর রহমান বলেন আপনাদের কে মাদক পরিহার করতে হবে, অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া যাবে না, সকল কে শিক্ষিত হতে হবে, শুধু মাত্র চাকরির জন্য নয় জ্ঞানের জন্য, সুন্দর থাকার জন্য, সমাজ কে সুন্দর রাখার জন্য । মুন্ডা সম্প্রদায়ের শিক্ষার্থীদের অনুপ্রাণিত করা, মাদক পরিহার ও মাদকের কুফল নিয়েও আলোচনা করেন।
সম্মেলনে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments