
হেলাল উদ্দিন বাবু,নকলা (শেরপুর) প্রতিনিধি:
শেরপুরের নকলায় তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ ডিসেম্বর) সকালে কোর্ট বিল্ডিং চত্বর মুক্তমঞ্চ মাঠে এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপ জন মিত্র।
এসময় উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. খোরশেদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. হাবিবুর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, ইউপি চেয়ারম্যান মহিউদ্দিন বুলবুল, নূরে আলম তালুকদার ভূট্রো, যায়যায়দিনের সাংবাদিক শফিউল আলম লাভলু, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারী, ক্রীড়াপ্রেমীরাসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।