মঙ্গবার (১৮ মার্চ) নকলা উপজেলার পৌর শহরের ৬ নং ওয়ার্ড কুর্শাবাদাগৈড় খৈইড়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আয়োজিত এই মাহফিলে অংশ নেন জেলা
বিএনপির সম্মানিত সদস্য জনতার মেয়র এনামুল হক রিপন, নকলা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য মাহবুব আলী মনি চৌধুরীর সুযোগ্য সন্তান রাব্বেনূর চৌধুরী, পৌরঃ বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন, টালকী ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন বুলবুল, উপজেলা যুবদলের আহবায়ক শফিউল আলম পলাশ, সদস্য সচিব মুরাদুজ্জামান মাসুম, পৌরঃ যুবদলের আহবায়ক মশিউর রহমান লুটাস, পৌর ছাত্রদলের আহবায়ক ছানোয়ার হোসেন অভি ধনাকুর্শা ইউনিয়নের বিএনপির সাধারণ রেফাজ উদ্দিন মাষ্টার, জাকির হোসেন ফারুক, গনপদ্দী ইউনিয়নের শফিকুল ইসলাম শফিক, লাঞ্জু সহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ব্যবসায়ী, সাংবাদিক, পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা। যারা এই মিলনমেলাকে আরও পবিত্র আর অর্থবহ করে তুলেছিল।
মাহফিলের পুরো আয়োজনজুড়ে ছিল এক অন্যরকম আবেগ, এক অনন্য সৌহার্দ্যের আবহ। একে অপরের খোঁজখবর নেওয়া, গল্প-আড্ডায় মেতে ওঠা আর আত্মার টানেই যেন সবাই এখানে সমবেত হয়েছিলেন। রমজানের এই পবিত্র ক্ষণে সবার একত্রিত হওয়া যেন প্রমাণ করছিল— ভালোবাসা আর সম্প্রীতির বন্ধনই আমাদের সবচেয়ে বড় শক্তি।
উষ্ণ অভ্যর্থনায় মুগ্ধ হয়ে অতিথিরাও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই আয়োজনকে ‘ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত’ বলে অভিহিত করেন।
ইফতারের পুর্বে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। যেখানে দেশ, জাতি, সমাজ ও সমৃদ্ধি এবং সমগ্র মানবতার জন্য দোয়া করা হয়। মোনাজাতের প্রতিটি শব্দে যেন মিশে ছিল ভালোবাসা, আশীর্বাদ আর আল্লাহর সন্তুষ্টি লাভের আকুল আবেদন।
এই আয়োজন শুধু একটি ইফতার মাহফিল ছিল না, ছিল এক হৃদয়ের বন্ধন, ছিল এক ভালোবাসার মিলনমেলা—যেখানে একত্রিত হয়েছিল সমাজের বিভিন্ন স্তরের মানুষ, সকল ভেদাভেদ ভুলে, একসঙ্গে, এক অভিন্ন সুরে।