প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৪:১০ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৫, ৮:০৩ পি.এম
নকলায় তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ ও আলোচনা সভা।

হেলাল উদ্দিন বাবু ,নকলা (শেরপুর) প্রতিনিধি:
জনগণের আশা-আকাঙ্খা পূরণের লক্ষে গত বছরের ১৩ জুলাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য ৩১ দফা দাবি উত্থাপন করা হয়। দাবী সমূহ জনগণের মধ্যে ছড়িয়ে দিতে বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দেশব্যাপি লিফলেট বিতরণ করছেন।
এর অংশ হিসেবে শেরপুরের নকলায় বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে তারেক রহমান কর্তৃক উপস্থাপিত ৩১ দফা দাবি সম্বলিত লিফলেট বিতরণ ও আলোচনা সভা করেছেন শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় জাতীয়তাবাদী দলের নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মোঃ ফাহিম চৌধুরী।
কেন্দ্রীয় বিএনপির নির্দেশে ৩১ জানুয়ারী (শুক্রবার) বিকাল ০৩:০০ ঘটিকা থেকে ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরীর নেতৃত্বে উপজেলার ৮নং চড় অষ্টধর ইউনিয়নের নারায়নখোলা বাজারের জনবহুল বিভিন্ন জায়গায় সকল পেশাজীবি জনগনের মাঝে এসব লিফলেট বিতরণ ও আলোচনা সভা করা হয়।
এতে উপজেলা বিএনপির আহ্বায়ক মো: খোরশেদুর রহমান, সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল,মহিউদ্দিন মুক্তার, মো: মোবাশ্বের আলী টুটন চৌধুরী, মোঃ হাফিজ খান, মোনায়েম সরকার, সাবেক জেলা বিএনপির সদস্য এনামুল হক রিপন , উপজেলা বিএনপির সদস্য রাব্বেনুর চৌধুরী, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আনিছুর রহমান, বিশিষ্ট সমাজ সেবক প্রকৌশলী দেলোয়ার হোসেন সাঈদী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রফিক, ৮নং ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ইসাহাক আলী মন্ডল, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান আলী মন্ডল, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মেহেদী হাসান মিন্টু, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোবারক হোসেন মিন্টু, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর, পৌর কৃষক দলের সদস্য সচিব নয়ন মিয়া, সাবেক জেলা ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হুদা, পৌর ছাত্রদলের আহবায়ক সানোয়ার হোসেন অভি, শহর ছাত্রদলের সদস্য মাহিন ইশতিয়াক তানিম ও ছাত্রনেতা তরুণ সাংবাদিক হেলাল উদ্দিন বাবুসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত