প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ৩:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৫, ২০২৫, ৭:০৩ পি.এম
নকলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিফলেট বিতরণ

হেলাল উদ্দিন বাবু,নকলা (শেরপুর)নিজস্ব প্রতিনিধিঃ
জুলাই এর প্রেরণা, 'দিতে হবে ঘোষণা’ এই স্লোগানকে সামনে রেখে নকলায় লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ। এই লিফলেটে তাঁরা সাতটি বিষয় অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন।
বুধবার (১৫জানুয়ারি) সকাল ১২টায় নকলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এস,এম মাসুমের নেতৃত্বে নকলা পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক ও হাট-বাজারের দোকান গুলোতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষদের মধ্যে ৭ দফার এ লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নকলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইমাম হাসান সাব্বির, রাইয়্যান আল মাহদি অন্তর,মনির হোসেন,সানি,ইয়াসিন আরাফাত,রনি ফরাজ,আরফিকার প্রমুখ।
এসময় নেতৃবৃন্দরা বলেন, শীঘ্রই জুলাই ‘ঘোষণাপত্র’ জাতির সামনে তুলে ধরা কিংবা ঘোষণা দিতে হবে। জুলাই অভ্যুত্থানে শহিদদের রাষ্ট্রীয় স্বীকৃতি ও দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে। জুলাইয়ে অভ্যুত্থানে আওয়ামী খুনী ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে,ভবিষ্যতে আর কোন শাসক যেন ক্ষমতায় গিয়ে হাসিনার মত ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে সেই রকম রাষ্ট্র ব্যবস্থা নিশ্চিত করার লক্ষেই এ লিফলেট বিতরণ কর্মসূচি দেশব্যাপী পালন করা হচ্ছে।
কপিরাইট@২০২৩ দৈনিক প্রথম বাংলা। সমস্ত অধিকার সংরক্ষিত