
নড়াইলের কালিয়ায় নবগঙ্গা নদীর চর থেকে গলায় কলসি বাঁধা অবস্থায় অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার বারইপাড়া নামক স্থানের নবগঙ্গা নদীর চর থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নদীর চরে আটকে পড়া গলায় কলসি বাঁধা মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। কালিয়া থানা পুলিশ বুধবার দুপুর ১টার দিকে অজ্ঞাত পরিচয়ের ওই নারীর অর্ধগলিত মরদেহটি উদ্ধার করেছে এবং মৃত্যুর সঠিক কারণ জানতে নড়াইল জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম বলেছেন, ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।