
ফয়সাল মিয়া ।। মুরাদনগর(কুমিল্লা)বিশেষ প্রতিনিধি।
*যাত্রাপুর, ২৯ নভেম্বর ২০২৪:* পরিবেশের সুরক্ষা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নবছায়া সংগঠনের পক্ষ থেকে যাত্রাপুর বাজারে বৃহত্তর পরিচ্ছন্নতা অভিযান ও ডাস্টবিন স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে বাজারের বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ফেলার জন্য ডাস্টবিন স্থাপন করা হয়েছে এবং পুরো বাজার এলাকা পরিষ্কার করা হয়েছে। এই উদ্যোগ স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করেছে।
*সংগঠনের স্লোগান ছিল:*
*“মন ও পরিবেশ দুটোই সুন্দর রাখুন, যত্রতত্র ময়লা ফেলবেন না, রোগব্যাধি ছড়াবেন না। আমাদের পরিবেশ আমরাই পরিষ্কার রাখি।”*
সকাল ৯টায় শুরু হওয়া এই কার্যক্রমে নবছায়ার সকল সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। তারা শৃঙ্খলভাবে কাজ করে পুরো বাজার এলাকা পরিষ্কার করেন এবং বিভিন্ন স্থানে ডাস্টবিন স্থাপন করেন, যাতে বাজারের ব্যবসায়ী ও ক্রেতারা যথাযথ স্থানে আবর্জনা ফেলতে পারেন।
যাত্রাপুর বাজারের ব্যবসায়ী ও কমিউনিটি নেতৃবৃন্দ নবছায়ার এই উদ্যোগের প্রশংসা করেন এবং বাজারকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর রাখতে প্রতিশ্রুতিবদ্ধ হন। স্থানীয় ব্যবসায়ী নেতারা বলেন, “এ ধরনের উদ্যোগ বাজারের সার্বিক পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং আমরা সকলেই বাজার পরিচ্ছন্ন রাখার ব্যাপারে আরও সচেতন হবো।”
উল্লেখ্য, নবছায়া একটি সামাজিক সংগঠন যা দীর্ঘদিন ধরে পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও সচেতন সমাজ গঠনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সংগঠনটি নিয়মিতভাবে এমন সচেতনতা কার্যক্রম আয়োজন করে থাকে, যা স্থানীয় জনগণের পরিবেশ সংক্রান্ত দায়িত্বশীলতা বাড়াতে সহায়ক।