
শ্যামল বর্মন শিমুল ।। নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর পৌরসভা ৩ নং ওয়ার্ড গোপীনাথপুর শ্রীশ্রী হরিসভা মন্দিরে “মন্দির ভিত্তিক
শিশু ও গণশিক্ষা” কার্যক্রমের শিশুদের মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম ষষ্ঠ পর্যায় -২০২৫ ইং সালের শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ অনুষ্ঠান।
পবিত্র গীতা পাঠের এর মাধ্যমে শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন মন্দির কমিটির সভাপতি বাবু শ্যামল বর্মন শিমুল ও গ্ৰাম কমিটির সাধারণ সম্পাদক বাবু নকুল বর্মন কোষাধ্যক্ষ বাবু পলাশ চন্দ্র বর্মণ সদস্য সুজন বর্মণ,অর্জুন বর্মণ ও আরো অনেকেই মন্দির কমিটি সদস্যগণ উপস্থিত ছিলেন অভিভাবক। সকলের উপস্থিতিতে আলোচনা পর্ব , নতুন বই এবংশিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়..পরিশেষে সকলের মধ্যে চকলেট বিতরণ করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলার গোপীনাথপুর শ্রী শ্রী হরিসভা মন্দিরের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত
হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় মন্দির ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম।
কেন্দ্র কোড ১৯৭৬ ,ব্রাহ্মণবাড়িয়া জেলা।
স্থান: শ্রী শ্রী হরিসভা মন্দির গোপীনাথপুর (মনতলা) উপজেলা নবীনগর, জেলা ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। ঃ