শ্যামল বর্মন শিমুল।।নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলায় অবৈধ অস্ত্র, মাদক পাচারকারী এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে লাউরফতেহপুর গ্রামে অভিযান চালানো হয়।
ক্যাপ্টেন আসিফ চৌধুরীর নেতৃত্বে যৌথ বাহিনী রাতের অন্ধকারে অভিযান শুরু করে এবং সেখানে চাঁদাবাজ, ডাকাত, অস্ত্রধারী-সন্ত্রাসী ও অপহরণকারী হিসেবে পরিচিত ১/মোঃ আলী আকবর (৫৫) এবং
২/মোঃ মতি মিয়া (৪৫) নামে দুজন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করে। অভিযানে তাদের কাছ থেকে ৪টি রামদা, ২টি বড় চাকু, ১টি চাপাতি ও ২টি হেসকু ব্লেড উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে ১টি হত্যা মামলাসহ
মোট ৫টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের এবং উদ্ধারকৃত দেশীয় অস্ত্রসহ নবীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
যৌথ বাহিনীর নবীনগর ক্যাম্প ইনচার্জ ক্যাপ্টেন আসিফ চৌধুরী জানান, অবৈধ অস্ত্র উদ্ধার ও সকল সন্ত্রাসীদের আটক না করা পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে।