বাড়িবাংলাদেশেঢাকা বিভাগনরসিংদীতে অস্ত্রসহ মা ও মেয়ে গ্রেপ্তার

নরসিংদীতে অস্ত্রসহ মা ও মেয়ে গ্রেপ্তার

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

নরসিংদীর বেলাবতে দুটি রিভলবার সহ মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে বেলাবো থানা পুলিশ।  বৃহস্পতিবার  বেলাব উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নারায়নপুর ইউনিয়নের দড়িকান্দি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলো হাফিজুল ইসলামরে মেয়ে হালিমা আক্তার (২৫) এবং তার স্ত্রী ফাজেরুন ওরফে ফজরুন (৪৫)। তারা দু’জনেই সিলেটের কোম্পানীগঞ্জ থানার বিজয় পারুয়া গ্রামের বাসিন্দা।
এ ব্যাপারে বেলাব থানায় অস্ত্র আইনের মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে নরসিংদী আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানায়।

মামলার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গ্রেপ্তারকৃত মা ও মেয়ে ঢাকা-সিলেট মহাসড়কের দড়িকান্দি এলাকায় সন্দেহজনক  ভাবে ঘুরাফেরা করে। এ সময় বেলাব থানার এস আই শামসুল আলম তাদের তল্লাশি করে তাদের কাছ থেকে দুটি রিভলবার উদ্ধার করে। পরে তাদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা জানান, সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানার ধুপি পাঁড় গ্রামের খালেক মিয়ার ছেলে শাহাবউদ্দীন নরসিংদীর ভেলানগরে অজ্ঞাত এক ব্যক্তির কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র গুলো পৌঁছে দেয়ার জন্য তাদেরকে পাঠায়।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, গ্রেপ্তারকৃতদের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments