
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর সদর উপজেলা পরিষদের নির্বাচনী প্রচারনায় আলহাজ্ব আব্দুল বাকিরের আনারস প্রতীকের উৎসবমুখর উঠান বৈঠক চলছে।
পাঁচদোনা ইউনিয়ন, মেহেরপাড়া ইউনিয়ন, শিলমান্দী ইউনিয়ন, সহ সর্বএ চলছে আনারস প্রতীকের জোয়ারে ভাসছে। পথসভা, উঠান বৈঠকে ধারনার চেয়ে বেশি মানুষের আগমন ঘটছে।
নরসিংদী সদর উপজেলার সকাল থেকে রাত পর্যন্ত চলছে নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন বাজার, হোটেল, রেস্তোরাঁ, চায়ের দোকান সহ উপজেলার সবএ চলছে আনারস প্রতীকের প্রচারনা।
পাঁচদোনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.মাসুম বিল্লাহ নেতৃত্বে এক ঝাঁক তরুন প্রজন্মের সমর্থক বাকিরের আনারস প্রতীকের প্রচারনা নিয়ে উপজেলা চষে বেড়াচ্ছেন। মো. মাসুম বিল্লাহ কে সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন যুবলীগের সভাপতি মনির হোসেন মোল্লা, যুবলীগের আহবায়ক কফিল উদ্দিন মেম্বার, শামসুল হক মেম্বার, আলামিন মেম্বার, ওসমান মেম্বার, আনিসুল হক মেম্বার, আপেল মেম্বার, আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক হুমায়ূন কবির প্রমুখ। নেতা কর্মীরা বাকিরে আনারস মার্কার জয় নিশ্চিত হবে বলছেন ।
মো. মাসুম বিল্লাহ প্রতিটি ঘরে ঘরে গিয়ে নির্বাচনী প্রচারনা করে থাকেন। মাসুম বিল্লাহ সমর্থন করা প্রার্থী বাকিরের জন্য দিন রাএি নির্বাচনী প্রচারনা চালিয়ে যাচ্ছেন।
শিক্ষিকা মাসুদা বেগম জানান, নরসিংদী শহরের ভেলানগর, বিলাসদী, ব্রাহ্মন্দী, বাজার এলাকা সহ শহরের সর্বত্র আনারস মার্কার প্রচারণা এগিয়ে রয়েছে। আনারস মার্কার বাকির ভাই একজন, সৎ,যোগ্য ও ভালো মনের মানুষ। বাকির ভাইয়ের আনারস মার্কার বিজয় অর্জন করলে নরসিংদীবাসী উপকৃত হবেন।
মো.বাকির দীর্ঘদিন ধরে শীলমান্দী ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন । তিনি উপজেলার মানুষের সুখে দুঃখে সব সময় মানুষের পাশে থাকেন । নরসিংদী সদর উপজেলার পরিচিত মুখ আলহাজ্ব আবদুল বাকির। জনগনের সমর্থন নিয়েই বাকির আনারস প্রীতিক নিয়ে নির্বাচনের মাঠে লড়ছেন।
আনারস মার্কার একাধিক কর্মীর সাথে আলাপ করে জানা যায়, এ বছর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কার বিজয় নিশ্চিত। শিলমান্দী, পাঁচদোনা, মেহেরপাড়া ইউনিয়নে মানুষ এক জোট হয়ে মো. মাসুম বিল্লাহ নেতৃত্বে আনারস মার্কার প্রচারণায় মাঠে নেমেছেন।
জীবনের প্রথম তরুনদের ভোট পাবেন আনারস মার্কা। তরুন ভোটার ও প্রবীণ ভোটারদের বাকিরে আনারস মার্কায় ভোট দিবেন বলে আশা করা যায়।
৮ মে নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে অনেক দিন পর সদর উপজেলায় একজন ভালো মানুষ চেয়ারম্যান হবেন বলে জনগন আশা করছেন।