বাড়িবাংলাদেশেঢাকা বিভাগনরসিংদীতে নিখোঁজের পর শিশুর মরদেহ উদ্ধার

নরসিংদীতে নিখোঁজের পর শিশুর মরদেহ উদ্ধার

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
 নরসিংদীতে নিখোঁজের তিন দিন পর এক শিশুর মরদেহ  পুলিশ উদ্ধার করেছে । রবিবার সকালে সদর উপজেলার মধ্য শীলমান্দী কবরস্থানের পাশে মরদেহটি পাওয়া যায়। শিশুটির নাম সাদ্দাম হোসেন (৩)। সে শীলমান্দী বিলপাড় এলাকার বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে। শেখেরচর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ মার্চ দুপুরে নিজ বাড়ির সামনে থেকে শিশু সাদ্দাম নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পরও সন্ধান না মেলায় পরিবারের পক্ষ থেকে সেদিন রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। রোববার সকালে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা কবরস্থানের পাশে তার মরদেহ দেখতে পান। পরে পরিবারের সদস্যরা গিয়ে সেটি সাদ্দামের বলে শনাক্ত করেন।
শেখেরচর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মাসুদ আলম জানান , মরদেহটি পঁচে  গিয়েছে ও তাতে পোকা ধরে গেছে। তবে প্রাথমিকভাবে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments