
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়েছে। সোমবার ভোরে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্বম্ভে জেলা প্রসাশক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী পুষ্পস্তবক অর্পন করেন । জেলা প্রশাসক পুষ্পস্তবক অর্পনের পরে নরসিংদীর পুলিশ সুপার মো.আব্দুল হান্নান, সিভিল সার্জন ডা.সৈয়দ আমিরুল হক শামীম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, নরসিংদী জেলা বিএনপি, নরসিংদী পৌরসভা, নরসিংদী প্রেস ক্লাবের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ ছাড়াও সরকারি, স্বায়তশাসিত, আধা সরকারী, বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠান প্রধান শিক্ষক, শিক্ষক, শিক্ষার্থী, , শিক্ষা প্রতিষ্ঠান, সমাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সূর্যদোয়ের সাথে সাথে পুষ্পস্তবক অর্পন করা হয়। নরসিংদী কালেক্টরেট ঈদগাহ মাঠে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে মহান বিজয় দিবসের উদ্বোধন করা হয়।
নরসিংদী পৌর পার্কে বিজয় মেলা,জেলা শিল্পকলা একাডেমীতে মুক্তিযোদ্ধাদের সংর্বধনা, শিশুদের চিএান্কন প্রতিযোগিতা সহ নানা আয়োজনে নরসিংদী মহান বিজয় দিবস পালন করা হয়েছে।