বাড়িবাংলাদেশেঢাকা বিভাগনরসিংদীতে র‍্যাবের অভিযানে ৪৬ কেজি গাঁজাসহ আটক ৩ জন

নরসিংদীতে র‍্যাবের অভিযানে ৪৬ কেজি গাঁজাসহ আটক ৩ জন

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

 নরসিংদীতে বিশেষ অভিযান চালিয়ে ৪৬ কেজি গাঁজা ও একটি পিকআপ জব্দসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব ১১ সিপিএসসি।  সোমবার (২৪ ফেব্রুয়ারি) নরসিংদী সদরের নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হলো বরিশালের মুলাদী উপজেলার খাসের হাট গ্রামের আজিজ ঘরামির ছেলে রাকিব ঘরামি (২৮), ঢাকার কেরানীগঞ্জের আগানগর এলাকার আলেক নূর হোসের ছেলে মিলন হোসেন (৩১) ও গোপালগঞ্জের কাশিয়ানী থানার রাতই এলাকার মো: ইমান আলী শেখের ছেলে আলামিন শেখ।
র‍্যাব-১১ সিপিএসসি ক্যাম্প কমান্ডার মেজর সাদমান ইবনে আলম গণমাধ্যমে জানান,  প্রাথমিক অনুসন্ধান ও গ্রেপ্তার করা আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে পিকআপে করে নরসিংদী জেলার বিভিন্ন স্থানে অবৈধ মাদকদ্রব্য গাঁজা ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নরসিংদী সদর থানায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, র‍্যাব -১১ গত বছরের পাঁচ আগস্ট থেকে আজ পর্যন্ত হত্যা, অপহরণ,ধর্ষণ ও ছিনতাইকারীসহ বিভিন্ন মামলায় মোট ৩২২ জনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। পাশাপাশি অপহরণ হওয়া ভিকটিম উদ্ধার, অস্ত্র, গোলা বারুদ ও বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার করা হয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments