বাড়িবাংলাদেশেঢাকা বিভাগনরসিংদীর আমদিয়া ইউপি সদস্য রুবেল হত্যা মামলার আসামি অস্ত্র সহ গ্রেপ্তার।

নরসিংদীর আমদিয়া ইউপি সদস্য রুবেল হত্যা মামলার আসামি অস্ত্র সহ গ্রেপ্তার।

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

 নরসিংদীর সদর উপজেলার আমদিয়া ইউনিয়ন পরিষদ সদস্য রুবেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রুহুলকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে আমদিয়ার ভূইয়ম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃত রুহুল আমদিয়া ইউনিয়নের ভূইয়ম গ্রামের হজরত আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায, নরসিংদী জেলা ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে আমদিয়া ইউনিয়ন পরিষদের সদস্য রুবেল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রুহুল তার বাড়ীতে অবস্থান করছেন। এ খবর পেয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকারের দিকনির্দেশনা ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোস্তাক আহমেদ সঙ্গীয় ফোর্স নিয়ে ভূইয়ম গ্রামে অভিযান পরিচালনা করে।

ভূইয়ম উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সামনে থেকে রুহুলকে গ্রেপ্তার করা হয়। এসময় তার সাথে থাকা দুই রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল জব্দ করে ডিবি পুলিশ। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউপি সদস্য রুবেল হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। রবিবার (২৬ মে) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র সরকার জানান, গোপন সংবাদের ভিওিতে তাকে অস্ত্র সহ গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত রুহুলের নামে নরসিংদী সদর মডেল থানায় একটি হত্যা মামলা এবং মাধবদী থানায় একটি অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments