বাড়িবাংলাদেশেঢাকা বিভাগনরসিংদীর পলাশে অবৈধ চীনা ব্যাটারি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষনা

নরসিংদীর পলাশে অবৈধ চীনা ব্যাটারি কারখানা স্থায়ীভাবে বন্ধ ঘোষনা

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

নরসিংদীর পলাশে অবৈধ ও অনুমোদনহীন ভাবে গড়ে উঠা চীনা মালিকানাধীন জিনওয়ান স্টোরেজ নামের একটি ব্যাটারি কারখানা স্থায়ীভাবে  পরিবেশ অধিদপ্তর বন্ধ করে দিয়েছে।
সোমবার  বিকেলে  পলাশ উপজেলার ফুলবাড়িয়া গ্রামের এই কারখানায় অভিযান পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন।
এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক কামরুজ্জামান সরকার, সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায়, পলাশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফখরুল হোসাইন, পলাশ থানার ওসি মনির হোসেনসহ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রে আব্দুল্লাহ আল মামনু গনমাধ্যম কে জানান, অবৈধ জিনওয়ান স্টোরেজ ব্যাটারি কারখানা ফুলবাড়িয়ার ফসলি জমিসহ পরিবেশের ব্যাপক ক্ষতি করছে। ২০১৭ সাল থেকে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া এই কারখানায় ব্যাটারি উৎপাদন করে আসছে প্রতিষ্ঠানটি।
লিড এসিড ব্যাটারি তথা বর্জ্য উৎপাদনকারী কোন কারখানা এই এলাকায় স্থাপন করার কোন আইনগত কোন সুযোগ নেই।  তাই  পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র পাওয়ার আবেদন নামঞ্জুর করা হয়েছে। ক্ষতিকর এই কারখানার বিদ্যৎ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি জেনারেটরের সংযোগও বিচ্ছিন্ন করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, জিনওয়ান স্টোরেজ কারখানার মালামাল সরিয়ে নেওয়া হলে প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হবে। পরিবেশ দূষণকারীদের বিরুদ্ধে কঠোরভাবে ব্যবস্থ্যা নেওয়ার কথাও তিনি জানান।
ফুলবাড়িয়ার স্থানীয়রা দীর্ঘদিন ধরে পরিবেশ দূষণকারী এবং অবৈধ  ব্যাটারি কারখানাটি বন্ধের দাবি জানিয়ে আসছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments