অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর পলাশের জেলা প্রশাসকের নির্দেশনায় প্রান্তিক জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে পলাশ উপজেলা পরিষদ মাঠে ৩০০ প্রান্তিক জনগনের হাতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার তুলে দেয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদী জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. বদিউল আলম।
উপহার পাওয়া খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, পেয়াজ, তেল ও সেমাই।
পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ এর সভাপতিত্বে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার মেয়র আল মুজাহিদ হোসেন তুষার ও জিনারদী ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম গাজী প্রমুখ।