
অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর পলাশে “স্মার্ট স্কাউটিং, স্মার্ট সিটিজেন” প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বাংলাদেশ স্কাউটস দিবস পালন করা হয়েছে। সোমবার বর্ণাঢ্য র্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও ট্রাফিক সেবা কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউট সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ।
পলাশ মাধ্যমিক শিক্ষা অফিসার ও স্কাউট কমিশনার মিলন কৃষ্ণ হালদারের সভাপতিত্ব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ এইচ এম ফকরুল হোসাইন, প্রধান শিক্ষক ও স্কাউট সহসভাপতি সুলতান উদ্দিন, প্রধান শিক্ষক ও স্কাউট কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন এবং পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয় এর সাবেক প্রধান শিক্ষক আবুল কাশেম প্রমুখ। পলাশ থানা মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউট পলাশ থানার সাধারন সম্পাদক বরুণ চন্দ্র দাস অনুষ্ঠান পরিচালনা করেন।