বাড়িবাংলাদেশেঢাকা বিভাগনরসিংদীর পলাশে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার।

নরসিংদীর পলাশে বৃদ্ধার গলাকাটা মরদেহ উদ্ধার।

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

নরসিংদীর পলাশে ঘরের ভিতরে ঢুকে দেলোয়ারা বেগম (৬১ ) নামে এক বৃদ্ধা নারীকে গলাকেটে জবাই করে হত্যা করেছে দুবৃত্তরা।

গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পলাশের জিনারদী ইউনিয়নের চরনগরদী গ্রামে এই হত্যাকান্ডের ঘটনা ঘটে। দেলোয়ারা চরনগরদী গ্রামের মৃত মালেক দেওয়ানের স্ত্রী।

জানা যায়, নিহত দেলোয়ারা বেগমের স্বামী মারা যাওয়ার পর অর্থনৈতিক মুক্তির আশায় দুই ছেলে বিদেশে পাড়ি জমায়। এক মেয়ের বিয়ে হওয়ার পর দেলোয়ারা বেগম একাই নিজ বাড়িতে বসবাস করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার মাগরিবের নামাজের পর সবজি কাটছিলেন ওই বৃদ্ধা নারী। এরই মধ্যে সন্ধ্যা ৭টার দিকে নিজ ঘরের বিছানায় গলাকাটা জবাই করা অবস্থায় তার লাশ দেখতে পায় প্রতিবেশিরা। পরে খবর পেয়ে নিহতের স্বজনার ছুটে আসেন।

এদিকে হত্যাকান্ডের খবর পেয়ে পুলিশ ব্যুরো অব ইরভেষ্টিগেশন (পিবিআই) নরসিংদী ও পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যাকান্ডের তদন্ত শুরু করেছে।

পলাশ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেই তদন্ত শুরু করেছি।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments