বাড়িবাংলাদেশেঢাকা বিভাগনরসিংদীর পলাশে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে মহানাম যজ্ঞ অনুষ্ঠিত 

নরসিংদীর পলাশে শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দিরে মহানাম যজ্ঞ অনুষ্ঠিত 

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীর পলাশে বিশ্বের সকল মানুষের শান্তি ও মঙ্গল কামনায় আতশী পাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ  মন্দির প্রাঙ্গনে অষ্ট প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ কীর্তন অনুষ্ঠিত হয়েছে। 
সোমবার ভোর থেকে মঙ্গলবার ভোর রাত পর্যন্ত অষ্ট  প্রহর ব্যাপী  শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ড. চিত্ত রঞ্জন রায়  জানান, শান্তি, সম্প্রীতি ও পাপ থেকে  মুক্তির একমাত্র পথ হরিনাম কীর্তন।  হরিনাম কীর্তনের মাধ্যমে বিশ্বের সকল মানুষের শান্তি কামনা করা হয় । 
কলিযুগে জীবের দুঃখ মোচন ও শান্তি অর্জনের একমাএ উপায় হরিনাম সংকীর্তন। জীব ও জগতের কল্যাণ কামনায় আতশীপাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ  মন্দির প্রাঙ্গনে অষ্ট প্রহরব্যাপী মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়। দূর দূরান্ত থেকে ভক্তরা  এসে কীর্তন শোনেন ও প্রসাদ গ্রহন করেন। হিন্দুধর্মের মানুষ বিশ্বাস করেন,  হরে কৃষ্ণ মন্ত্র জপ করা আমাদের ঐশ্বরিক শান্তি সাথে সংযোগ স্থাপন কর হয়।
অনুষ্ঠানে শত শত মানুষের উপস্থিতিতে কীর্তন হয়ে উঠেছে উৎসবমুখর। হরে কৃষ্ণ নাম শ্রবন করলে ইহলোকে পাপ থেকে মুক্তি পাওয়া যায়। যা আমাদের অবাঞ্চিত উদ্বেগজনক চিন্তার পরিবর্তে ইতিবাচক  দিকে মনোনিবেশ করার সম্ভাবনা করে দেয়। হরে কৃষ্ণ মন্ত্র জপ করলে পাপ থেকে  মুক্তির পথ পাওয়া যায়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments