অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদী সোশ্যাল ইসলামী ব্যাংক, পাঁচদোনা শাখার উদ্যেগে স্কুলের শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলার জন্য ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
স্কুল ও কলেজগামী ছাএ ছাএীদের সঞ্চয়ে উৎসাহিত করার জন্য এস আই বি এল চালু করেছে ইয়াংস্টার স্কিম। শৈশব থেকে শিশুদের শিক্ষার পাশাপাশি সঞ্চয়ে উৎসাহিত করাই এ স্কিমের মূল উদ্দেশ্য।
আজ সোমবার দুপুরে পাঁচদোনা স্যার কৃষ্ণ গোবিন্দ গুপ্ত স্কুল এন্ড কলেজের হল রুমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের ব্যাংক হিসাব খোলার প্রয়োজনীয়তা বিষয়ে ক্যাম্পেইন হয়।
সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার মো. আমিনুল রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. মাসুম বিল্লাহ, বিশেষ অতিথি ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুকুমার চন্দ্র কর। বক্তব্য রাখেন এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট বিষ্ণু কুমার সরকার, সিনিয়র অফিসার মো. মাহাবুব আলম, অফিসার তন্ময় দাস, অফিসার মো. হোসেন আরাফাত, সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন প্রমুখ।
ক্যাম্পেইন অনুষ্ঠানে বক্তারা বলেন, এসআই বিএল ইয়ংস্টার একাউন্ট খুলতে শিক্ষার্থীদের কোন প্রকার সার্ভিস চার্জ, ফি কর্তন করা হয় না। শিক্ষার্থীদের ফ্রি এটিএম ডেবিট কার্ড প্রদান করা হবে। ব্যাংকের যে কোন শাখায় অনলাইনের মাধ্যমে টাকা জমা ও উওোলন করা যাবে। শিক্ষার্থীরা মোবাইল অ্যাপ ভিওিক সুবিধা পাবে। ব্যাংকে হিসাব খোলার সময় শিক্ষার্থীদের ক্যালেন্ডার ও জ্যামিতি বক্স দেয়া হচ্ছে।