বাড়িবাংলাদেশেঢাকা বিভাগনরসিংদীর বসত ঘর আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু

নরসিংদীর বসত ঘর আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

নরসিংদীর প্রত্যন্ত চরাঞ্চলে বসত ঘরে আগুন লেগে সুরাইয়া নামে ৬ বছরের এক ঘুমন্ত শিশু কন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার সদর উপজেলার করিমপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। মর্মান্তিক এই মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। খবর পেয়ে দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত শিশু সুরাইয়া রসুলপুর গ্রামের মনির হোসেনের মেয়ে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বসত ঘরটিতে শিশু সুরাইয়া ঘুমিয়ে ছিল। এসময় ঘরে অন্য কেউ ছিলেন না। হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মনির হোসেনের বসত ঘরে আগুন লেগে যায়। মহুর্তের মধ্যেই আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই বেশী ছিল যে অল্প সময়ের বসত ঘরটি পুড়ে ছাই হয়ে যায়। এসময় অগ্নি দগ্ধ হয়ে ঘুমন্ত শিশু সুরাইয়ার মৃত্যূ হয়।
আগুন নিভে যাওয়ার পর ঘর থেকে শিশু সুরাইয়ার অগ্নিদগ্ধ কঙ্কাল অবস্থায মরদেহ উদ্ধার করা হয়।
নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমদাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত গনমাধ্যমকে জানান , বসত ঘরে আগুন লেগে এক শিশু নিহতের ঘটনা ঘটেছে। ঘটনার তদন্তে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments