
মোঃ কাউছার মিয়া,মনোহরদী(নরসিংদী)নিজস্ব প্রতিনিধি।
নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে শেষ হয়েছে উপজেলা পরিষদ নির্বাচন। দ্বিতীয় ধাপে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদের ভোটগ্রহণ করা হয়। মঙ্গলবার (২১ মে) সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলে ।
প্রিজাইডিং অফিসার কর্তৃক কেন্দ্রে কেন্দ্রে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিদের ফলাফল ঘোষণার পর মনোহরদী উপজেলায় ফলাফল ঘোষণা করেন সহকারী রিটার্নিং অফিসাররা। পরে রাতে এ ফলাফল একিভূত করে ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মুশফিকুর রহমান।
১০০ কেন্দ্রের ঘোষিত এ ফলাফলে মনোহরদী উপজেলায় চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ (স্বপন)। তিনি আনারস প্রতিকে পেয়েছেন ৩৩ হাজার ৮১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ফজলুল হক ঘোড়া প্রতিকে পেয়েছেন ১০ হাজার ৯১১ ভোট।
ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন মো: তৌহিদ সরকার। তিনি মাইক প্রতিকে পেয়েছেন ১৪ হাজার ১৬৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল কাদির মৃধা (বই) পেয়েছেন ১১ হাজার ৪৭৫ ভোট।
এছাড়া নারী ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন শাহনাজ পারভীন শিল্পী। তিনি হাঁস প্রতিকে পেয়েছেন ২৪ হাজার ৩৭১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আফরোজা সুলতানা রুবী (প্রজাপতি) পেয়েছেন ১৫ হাজার ৮০৬ ভোট।
উল্লেখ্য, মনোহরদীতে চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৭ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে চার জন আওয়ামী লীগের নেতা হলেও নজরুল মজিদ মাহমুদ স্বপন ছিলেন আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন এর নেতাকর্মীদের পছন্দের প্রার্থী।এছারা অন্যান্য দলের নেতাকর্মীরা ও উনাকে তাদের পছন্দের প্রাথী হিসেবে পছন্দ করছেন।
নজরুল মজিদ মাহমুদ স্বপন এর বিরোধীরা মনোহরদীতে কিছু কেন্দ্রে এজেন্ট বের করে দেওয়ার পাশাপাশি জাল ভোট দেওয়ার চেষ্টা করা হলেও প্রশাসন এর হস্তক্ষেপ এর কারণে সেটি সম্ভব হয় নি এবং ব্যাপক পেশী শক্তি ও হুমকী ধমকীর ব্যবহার করেন হেরে যাওয়া প্রার্থীরা।
গত কয়েকটা নির্বাচন থেকে এবারের নির্বাচন টা একদম আলাদা।কারণ,মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে।যা গনতন্ত্রের বহিঃপ্রকাশ।এর জন্য সবাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মাননীয় শিল্প মন্ত্রী এড.নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন সাহেব এর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন।