বাড়িবাংলাদেশেঢাকা বিভাগনরসিংদীর শিবপুরে আগুনে পুড়ল ১০ টি দোকান

নরসিংদীর শিবপুরে আগুনে পুড়ল ১০ টি দোকান

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

 নরসিংদীর শিবপুরে ভয়াবহ  আগুনে  ১০টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে ।  বুধবার রাতে শিবপুর উপজেলার শিমুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি  আগুনে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ও স্থানীয়রা সূএে জানা যায় , বুধবার রাত ১০ টার দিকে শিবপুর  উপজেলার দুলালপুর ইউনিয়নের শিমুলিয়া বাজারের একটি দোকানে আগুনের সূত্রপাত ঘটলে পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।  স্থানীয়রা ৯৯৯ এ ফোন দিলে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ও স্থানীয়দের  চেষ্টায় আগুন আয়ত্বে আসে। এতে  বাজারের ১০টি দোকান আগুনে পুড়ে  যায়। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি বলে ব্যবসায়ীরা হয়েছে বলে ধারণা করছেন।
শিবপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার সাইফুল ইসলাম জানান, ৯৯৯ এর মাধ্যমে শিমুলিয়া বাজারে অগ্নিকান্ডের খবর পাই। সাথে সাথে আমাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ১ ঘন্টা চেষ্টায় আগুণ নিয়ন্ত্রণে আনা হয়।  প্রথমিকভাবে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছি। তদন্ত শেষে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments