বাড়িঢাকা বিভাগনরসিংদী জেলানরসিংদী তারুণ্যের আলো উৎসব পালিত

নরসিংদী তারুণ্যের আলো উৎসব পালিত

অরবিন্দ রায় ,স্টাফ রিপোর্টারঃ

নরসিংদীর রায়পুরায়  বিভিন্ন কর্মসূচি ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘তারুণ্যের আলো’ উৎসব পালন করা হয়েছে । বুধবার মসক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্ন অভিযানের মাধ্যমে ‘তারুণ্যের আলো’ উৎসবটির উদ্বোধন করা হয়।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাসুদ রানার নেতৃত্বে রায়পুরা উপজেলা প্রাঙ্গন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, রায়পুরা প্রেসক্লাবের সভাপতি ফরিদ উদ্দিন, সাবেক ডেপুটি কমান্ডার ডা. নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, স্কুল-কলেজের শিক্ষার্থী  ও রোভার স্কাউটের সদস্যরা।

শিক্ষার্থীদের মধ্যে সবুজ বনায়নের প্রতি আগ্রহ জন্মাতে গাছের চারা বিতরণ করা।  রেলওয়ের জমিতে অবৈধ স্থাপনা নির্মান রোধে উপজেলা চত্বর ও রায়পুরা রেলগেইট এলাকায় সাম্প্রতিক সময়ে অভিযানে রেলওয়ের দখলমুক্ত করা জায়গায় বৃক্ষরোপণ করা হয়। পরে দুপুরে উপজেলা বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে আয়োজিত এক পিঠা উৎসবে অংশগ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কর্মকর্তাবৃন্দ ।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments