বাড়িবাংলাদেশেঢাকা বিভাগনরসিংদী সন্তানকে কুপিয়ে হত্যার  অভিযোগে মা গ্রেপ্তার

নরসিংদী সন্তানকে কুপিয়ে হত্যার  অভিযোগে মা গ্রেপ্তার

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ

 নরসিংদীর রায়পুরার দক্ষিণ মির্জাচরে ৩ বছরের পুত্র সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মা শিরীন আক্তারকে (২৫) কে পুলিশ গ্রেপ্তার করেছে ।  রোববার সকালে রায়পুরা উপজেলাট আমিরগঞ্জ স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার রাতে তারাবির নামাজ চলাকালে শিশু আনাস মিয়াকে বঁর্টি দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান  মা শিরীন আক্তার।
স্থানীয়রা জানান, পাঁচ বছর আগে রায়পুরা উপজেলার হাইরমারা এলাকার শিরীন আক্তারকে বিয়ে করেন দক্ষিণ মির্জাচরের ডালিম মিয়া। বিয়ের তিনবছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান তিনি। পরে  স্ত্রী তাদের একমাত্র সন্তান আনাসকে নিয়ে শশুরবাড়িতে ছিলেন। শনিবার রাতে আনাসকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায় শিরীন আক্তার।
এসময় পাশের রুমে তারাবির নামাজ আদায় করছিলেন শিশুটির দাদি।  চিৎকার শুনে ছুটে এসে নাতির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।
এদিকে খবর পেয়ে পুলিশ রাতেই নিহত শিশুর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।  পুলিশ রাতেই শিশুর মাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় । সকালে আমিরগঞ্জ স্টেশন এলাকা থেকে অভিযুক্ত মা শিরীন আক্তারকে আটক করা হয়। এসময় তার পরিহিত কাপড়ে রক্তের দাগ ছিল বলে জানায় পুলিশ।
রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ গনমাধ্যম কে  জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments