বাড়িবাংলাদেশেচট্টগ্রাম বিভাগনাইক্ষংছড়ি সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশ।

নাইক্ষংছড়ি সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশ।

আফজাল হোসেন জয়।।বিশেষ প্রতিনিধি, বান্দরবান।

মিয়ানমার থেকে অবৈধ ভাবে দালালের মাধ্যমে অনুপ্রবেশ করছে রোহিঙ্গা। বান্দরবানের আলী কদম সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধ ভাবে অনুপ্রবেশ করা ৮১ জন রোহিঙ্গাকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।

 

সোমবার (১১ নভেম্বর) সকালে আলী কদম কুরুকপাতা ইউনিয়নের পোয়া মুহুরী সীমান্তের বিভিন্ন পয়েন্ট থেকে আইন শৃঙ্খলা বাহিনীর পৃথক অভিযানে রোহিঙ্গা নাগরিকদের আটক করেন। আটককৃতদের মধ্যে ৩১ শিশু রয়েছে।

 

মিয়ানমারের রাখাইন রাজ্যে সংঘাতময় পরিস্থিতির কারণে কক্সবাজার ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করায় বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশ করে।

 

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আলী কদম ৫৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল আকিব জাবেদ জানান, “বিভিন্ন দালাল চক্রের মাধ্যমে মিয়ানমারের ওপার থেকে রোহিঙ্গা নাগরিকরা রাতের আঁধারে আলী কদমের কয়েকটি সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করে”।

অনুপ্রবেশকারীরা সীমান্ত এলাকা থেকে বিভিন্ন জায়গায় যাওয়ার সময় গোপন সূত্রে খবর পেয়ে, সেনাবাহিনী ও বিজিবির সদস্যরা ৮১ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক আটক করে। আটকৃতদের উপজেলা প্রশাসনের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

আলী কদমের উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেব জানান, “আটক রোহিঙ্গা নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে। আপাতত তাদের কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে”।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments