
জাহিদুল হাসান, নাগরপুর ( টাঙ্গাইল) নিজস্ব প্রতিনিধি
সারা দেশের ন্যায় নাগরপুর উপজেলাতেও
শারদীয় দুর্গা পুজা পালিত হয়।
নাগরপুর উপজেলায় মোট ১৩০ টি পুজামন্ডপে দুর্গা পুজা পালিত হয়।
গতকাল রবিবার ১৩অক্টোবর,২৪ ছিল
বিজয়া দশমীর অনুষ্ঠান । উলুধ্বনি এবং ঢাকঢোল বাজিয়ে প্রতিমা নিয়ে যাওয়া হয় নাগরপুর সরকারি কলেজ মাঠে।
প্রতি বছরের ন্যায় এবার ও নাগরপুর সরকারি কলেজ মাঠেই বিজয়া দশমীর মেলার আয়োজন করা হয়। মেলায় হিন্দু সম্প্রদায়ের লোক ছাড়াও মুসলমানেরাও বিজয়া দশমীতে
এসে প্রতিমা বিসর্জন দেখে।
প্রতিমা বিসর্জন অনুষ্ঠানকে নিরাপত্তা দিতে
সার্বিক ভাবে দায়িত্ব পালন করেন
নাগরপুর উপজেলা প্রশাসন এবং সেনা সদস্য গণ। প্রতিমা বিসর্জন এর সময় উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা সহকারী কমিশনার ( ভূমি)
বাবু দ্বীপ ভৌমিক, নাগরপুর থানা ইনচার্জ মো: রফিকুল ইসলাম , নাগরপুর উপজেলা বিএনপির সভাপতি এম,এ ছালাম, উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি এবং পুজা উদযাপন কমিটির সভাপতি বাবু শিব শংকর সূত্রধর ও সাধারণ সম্পাদক বাবু প্রভাষ চক্রবর্তী প্রমুখ।