বাড়িবরিশাল বিভাগপিরোজপুর জেলা।নাজিরপুরে জনতার হাতে ভূয়া পুলিশ সদস্য আটক

নাজিরপুরে জনতার হাতে ভূয়া পুলিশ সদস্য আটক

মো:নাজমুল হোসেন, জিয়ানগর(পিরোজপুর)নিজস্ব প্রতিনিধি
পিরোজপুরের নাজিরপুর উপজেলায় ভুয়া পুলিশ সন্দেহে সাইফুল ইসলাম চাঁন (২৯) নামে ০১জনকে স্থানীয় জনতা আটক করে পুলিশের হাতে  সোপর্দ করেছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে নাজিরপুর উপজেলার বুইচাকাঠী এলাকা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। 
সাইফুল ইসলাম চাঁন পিরোজপুর সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের পূর্ব জুজখোলা  গ্রামের আব্দুস সাত্তার মোল্লার ছেলে। 
স্থানীয়দের মাধ্যমে জানা যায়,সাইফুল এ্যাপাসি ফোরভি নামে ০১টি মোটরসাইকেল বিক্রির জন্য বিজ্ঞাপন দেয়। বিজ্ঞাপন দেখে বরিশাল  নতুন বাজার এলাকার প্রশান্ত দাস নামে এক ব্যক্তি  ০১ লক্ষ ৮০ হাজার টাকায় মোটরসাইকেলটি কেনার জন্য নাজিরপুর গোপালগঞ্জ সড়কের টেক্সটাইল এলাকায় আসেন। 
সাইফুল ইসলাম সেখান থেকে তাকে নাজিরপুর উপজেলার বুইচাকাঠি  এলাকায় নিয়ে আসেন। সাইফুল ০৩জন সঙ্গীসহ নিজেদেরকে পুলিশ পরিচয় দিয়ে প্রশান্তর কাছ থেকে টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তারা প্রতারণা করছে এটা প্রশান্ত বুঝতে পেরে চিৎকার দেয়।  চিৎকারে এলাকাবাসী ছুটে এসে সাইফুলকে ধরে ফেললেও বাকি ০৩জন প্রতারক পালিয়ে যায়। পরে জনতা সাইফুলকে পুলিশের হাতে তুলে দেয়। 
এ ব্যাপারে নাজিরপুর থানা অফিসার ইনচার্জ মোঃ মাহমুদ আল ফরিদ ভূঁইয়া বলেন, ভূয়া পুলিশ সন্দেহে  স্থানীয়রা সাইফুল ইসলাম নামে এক প্রতারককে আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে। তার কাছ থেকে ০১টি পুলিশের জ্যাকেট, ০১টি পিস্তলের খাপ উদ্ধার  করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত  ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments