বাড়িরংপুর বিভাগনীলফামারী জেলানারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে নালিতাবাড়ীতে মানববন্ধন

নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে নালিতাবাড়ীতে মানববন্ধন

মিঠুন মিয়া, নলিতাবাড়ী(শেরপুর) নিজস্ব প্রতিনিধিঃ 

নালিতাবাড়ী, ১৬ মার্চ ২০২৫: দেশব্যাপী নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে সচেতন নাগরিক কমিটি (সনাক) নালিতাবাড়ীর উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।রবিবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নারী নির্যাতন বন্ধে আইনের কার্যকর প্রয়োগ, অপরাধীদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রিতা কমানোর দাবি জানানো হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সনাক নালিতাবাড়ীর সভাপতি এন.এম. সাদরুল আহসান। তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে নারী ও শিশু নির্যাতনের ঘটনা বেড়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। নারীদের নিরাপত্তা নিশ্চিত না হলে সমতা ও ক্ষমতায়নের স্বপ্ন বাস্তবায়িত হবে না।

সনাক সদস্য সুচিত্রা চিসাম ও এরিয়া কোঅর্ডিনেটর মো. নাজমুল হক মানববন্ধনে টিআইবি’র বেশ কিছু দাবি তুলে ধরেন, যার মধ্যে উল্লেখযোগ্য হলো:

নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুততম সময়ে অপরাধীদের শাস্তি নিশ্চিত করা।নারীর অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় আইন সংস্কার ও কার্যকর প্রয়োগ। শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা নিশ্চিত করা। নারী-পুরুষের সমঅধিকার প্রতিষ্ঠায় রাজনৈতিক দল ও বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যকর উদ্যোগ গ্রহণ।

ডিজিটাল প্রযুক্তি ও ইন্টারনেট ব্যবহারে নারীর অভিগম্যতা বাড়ানো এবং অনলাইন সহিংসতা প্রতিরোধে বিশেষ কৌশল প্রণয়ন।

এ সময় বক্তারা জাতীয় হেল্পলাইন নম্বরগুলো আরও কার্যকরভাবে পরিচালনার আহ্বান জানান। মানববন্ধনে সনাক সদস্যদের পাশাপাশি অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্য, সাংবাদিক, শিক্ষার্থী ও মহিলা বিষয়ক কার্যালয়ের প্রশিক্ষণার্থীরা অংশ নেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

- Advertisment -

Most Popular

Recent Comments